জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় কয়লার পরিবর্তে শুধুমাত্র লাকড়ী ব্যবহার করেই পোড়ানো হচ্ছে ইট। কোন প্রকার অনুমোদন না থাকলেও প্রশাসনের চোখের সামনে প্রতিনিয়তই এমন কাজ করে যাচ্ছে মেলান্দহ বারুই পাড়া গ্রামের মেসার্স মুন্না ব্রিকস ইটের ভাটা।
জন বসতীপুর্ণ এলাকায় এই ইট ভাটার অবস্থান। ইট ভাটার দুষিত ধুয়ায় আশপাশের লোকজন নানা প্রকার রোগে আক্রান্ত হচ্ছে। শুধু তাই নয় উৎপাদন কমে গেছে চারপাশের ফসলি জমির ও গাছপালার । মেসার্স মুন্না ব্রিকস ইটের ভাটার মালিকের নাম মুন্না ব্রিকস থাকলেও ভেতরে পুড়ানো হচ্ছে দু্ই ধরনের ইট । (১)শেখ (২)সেরা , সেটা যেন দেখার কেউ নেই।
আবার সেখানে দেখা যায় দশ বছর বয়সী শিশু শ্রম। ইট ভাটার চার পাশে অপরিষ্কার আবর্জনায় এক সমাহার সেদিকে পরিবেশ অধিদপ্তরের কোন দৃষ্টি নেই। এই বিষয়ে কথা বলতে চাইলে ভাটা মালিক এর কোনো খুজ মিলে নাহ। ভাটার দায়িত্বরত মেনেজার ও পালিয়ে যায় আমাদের দেখে।