শাহবাজপুর ভূমি অফিসের প্রশাসনিক ভবন নির্মাণ কাজে অনিয়ম।

শাহবাজপুর ভূমি অফিসের প্রশাসনিক ভবন নির্মাণ কাজে অনিয়ম।


দীর্ঘদিন যাবৎ জামালপুর জেলার শাহবাজপুর ইউনিয়নের বাজারের উত্তর পাশে ইউনিয়ন ভূমি অফিসের সীমানা নির্মাণ ও প্রশাসনিক ভবনের কাজ চলছে।

দুই নাম্বার ইট




খোঁজ নিয়ে জানা যায় একাধিক সময় নিম্নমানের রড এবং দুই নাম্বার ইট দিয়ে ব্যাস,কলাম এবং নীলদেন নির্মাণের সময় ত্রুটি এবং অনিয়ম দেখা দেয়। 


ঝংকার ধরা রড





পরবর্তীতে সেই গুলো সঠিকভাবে সংশোধন করে না করে গোঁজামিল দিয়ে পুনরায় আবার কাজ শুরু হয়। তথ্যের ভিত্তিতেই সেখানে গিয়ে দেখা যায় যে দুই নাম্বার ইট এবং ঝংকার ধরা রড দিয়ে এখনো সেখানে প্রশাসনিক ভবন নির্মাণ কাজ চলিতেছে।




প্রশাসনিক ভবন নির্মাণ





খোঁজ নিয়ে জানা যায় সেই কন্টাকটার এর নাম আজম দত্ত। আজম দত্ত কাছে এই বিষয়ে জানতে চাইলে সে কিছু বলতে রাজি হয় না এবং ঘটনাস্থল থেকে চলে যায়।

Post a Comment

Previous Post Next Post