জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে মর্টার গোলার সন্ধান পাওয়া গেছে

 জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে ১নং কেন্দুয়া ইউনিয়নের কোজগড় এলাকায় ৮২ মিঃমিঃ মর্টার গোলার সন্ধান পাওয়া গেছে । আজ সন্ধ্যায় মর্টার গোলাটি রাস্তার পাশে একটি পরিত্যক্ত জায়গায় পড়ে থাকতে দেখে ওয়েল্ডিং মিস্ত্রি জাহাঙ্গীর। পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জায়গায়টি ঘিরে রেখেছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস জানান, কোজগড় জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক এর পাশে পরিত্যক্ত জঙ্গল এ মর্টার গোলাটি পাওয়া গেছে। একটি প্রক্রিয়ার মাধ্যমে এটি ডিসপোজাল করা হবে। ইতিমধ্যে ঘাটাইল ক্যান্টরমেন্টে যোগাযোগ করা হয়েছে। বোম ডিসপোজাল টিম আগামীকাল সকালে ঘটনাস্থলে পৌঁছাবে। স্থানীয়দের ঘটনাস্থল থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

মর্টার গোলা


জামালপুরের সদরের ১নং কেন্দুয়া ইউনিয়নের কোজগড় এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহসড়কের পাশে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া ৮২ মিঃমিঃ মর্টার গোলাটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে ঘাটাইল সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের বোম ডিস্পোজাল ইউনিট। 

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উদ্ধার হওয়া স্থল থেকে ৫০ মিটার দুরত্বে নিরাপদ স্থানে ৮২ মিঃমিঃ মর্টার গোলাটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। এসময় ১ কিলোমিটার এলাকা জুড়ে নিরাপত্তা তৈরি করে সেনা-বাহিনী, র‌্যাব, পুলিশ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

 ঘাটাইল সেনা-নিবাসের ১৯ পদাতিক ডিভিশনের (ব্রিগেডিয়ার জেনারেল) আশরাফুল কাদেরের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা হয়। বোমটি নিষ্ক্রিয় কাজ করেন ক্যাপ্টেন মোহতাসিম। ৮২ মিঃমিঃ মর্টার গোলাটি ব্রিটিশের তৈরি। এটি ট্যাং ধংষকারী একটি মর্টার গোলা। ১৯৭১ সালে ব্যবহৃত হতো বলে জানিয়েছেন জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (মেহনাজ ফেরদৌস)

এসময় উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, সদর থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর, ডিবির ওসি শাহানেওয়াজ সহ আরো অনেকে। তবে এই ৮২ মিঃমিঃ মর্টার গোলাটি কিভাবে এখানে এলো তা তদন্ত করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম। জানা গেছে তদন্ত শেষে সেদিন বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

গতকাল সোমবার বিকালে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে কোজগড় এলাকায় পাশে কামরুজ্জামান বাবুলের (ওয়েল্ডিং মিস্ত্রি জাহাঙ্গীর) ৮২ মিঃমিঃ মর্টার গোলাটি দেখতে পায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যায়গাটি ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Post a Comment

Previous Post Next Post