জামালপুরে ট্রাক চাপায় প্রাণ গেল একটি শিশুর

জামালপুরে ট্রাক চাপায় প্রাণ গেল একটি শিশুর




জামালপুরে ট্রাক চাপায় প্রাণ গেল একটি শিশুর



জামালপুরে ট্রাকের চাপায় একটি শিশু নিহত হয়েছেন। আজ শুক্রবার আনুমানিক সকাল 9 টার দিকে জামালপুর সদরে 12 নং তিতপাল্লা ইউনিয়নের 4 নং ওয়ার্ডের কামাল খান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশুটির নাম জেমি (৬)। তিনি জামালপুর সদরের ১২ নং তিতপল্লা ইউনিয়নের এর জুয়েলের মেয়ে ।এলাকবাসী সূত্রে জানা গেছে, জুয়েলের মেয়ে জেমি আজ সকালে রাস্তা পার হতে যাচ্ছিলেন । পার হওয়ার সময় একটি মিনি ট্রাক চাপা দিয়ে কারেন্টের খুটি ভেঙে পালিয়ে যায়।

কারেন্টের খুটি ভেঙে



পালিয়ে যাওয়ার সময় ট্রাক এর এক অংশের কিছুটা সেখানে পড়ে থাকে ।




ট্রাক এর এক অংশের কিছুটা










 ঘটনাস্থলেই শিশু জেমির মৃত্যু হয়। ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি।

Post a Comment

Previous Post Next Post